ছাত্রীদের আচরণ বিধি ও বিশেষ নির্দেশনাবলী:-
১। স্কুল ইউনিফরম অবশ্যই পরিধান করে স্কুলে আসবে।
২। সমাবেশের ১০/১৫ মিনিট পূর্বে স্কুলে আসতে হবে এবং যথারীতি সমাবেশে যোগদান করতে হবে।
৩। স্কুল প্রাঙ্গনে প্রবেশ করার পর শ্রেণি কক্ষের ভিতরে বা বাহিরে কোন ছাত্রী অশালীন আচরণ করবে না।
৪। স্কুল চলাকালীন সময়ে টিফিন পিরিয়ড় ব্যতীত অন্য কোন সময়ে বিনা অনুমতিতে শ্রেণি কক্ষের বাহিরে যেতে পারবে না।
৫। শ্রেণি কক্ষে কেউ হৈ চৈ করবে না অযথা কোন কথা বলে হাঁটা চলা করে শৃঙ্খলার পরিপন্থি কোন কাজ করবে না।
৬। কোন ছাত্রী মাসে কোন করণ বশত: একদিনের বেশি বা অসুস্থার জন্য অনুপস্থিত থাকলে অনুপস্থিতির মজুরী মওকূপের জন্য পরের দিন অভিভাবকের স্বাক্ষর যুক্ত দরখাস্ত এবং মেডিকেল সাটির্ফিকে সহ শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
৭। একদিনের বেশি অনুপস্থিত থাকতে হলে আগের দিন ছুটি মন্জুর করিয়ে নিতে হবে।
৮। শ্রেণি কক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা সকল ছাত্রীর দায়িত্ব এবং কর্তব্য।
৯। শ্রেণি কক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বজ্য িইত্যাদি ক্লাসে রাখা ঝুড়িতে ফেলতে হবে।
১০। টিফিন পিরিয়ডের পর ওয়ার্নিং পড়ার সাথে সাথে শ্রেণি কক্ষে প্রবেশ করতে হবে।
১১। খেলাধুলা এবং যে কোন অনুষ্ঠানে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে হবে। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করতে হবে।
১২। নিয়মিত পড়াশুনা শিখে স্কুলে আসতে হবে এবং বাড়ির কাজ করতে হবে।
১৩। শ্রেণীতে পাঠদানের সময় যথারীতি শুনতে এবং বুঝার চেষ্টা করতে হবে।
১৪। পরীক্ষার হলে কোন প্রকার নকল করার চেষ্টা করা যাবে না।
১৫। বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রত্যোক শিক্ষার্থীকে অবশ্যই অংশ গ্রহণ করতে হবে।
১৬। ঘন্টা পড়ার ৪/৫ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক কোন কারণে শ্রেণি কক্ষে না আসেন তাহলে মনিটর সহকারী প্রধান শিক্ষককে অবশ্যই জানাবে।
১৭। ছুটির ঘণ্টা বাজলে কোন ক্রমেই শোরগোল তোলা যাবে না। ছুটির পর শ্রেণি কক্ষের লাইট, ফ্যান বন্ধ করে সারিবদ্ধ ভাবে শ্রেণি কক্ষ ত্যাগ করতে হবে।
১৮। স্কুল ছুটির পর বিনা প্রয়োজনে কোন ছাত্রী স্কুলের বাইরে এদিন ওদিক ঘোরাঘুরি করবে না।
১৯। স্কুলের দেয়াল, দরজা, জানালা, বেঞ্চে বা অন্য কোন খানে কোন ছাত্রী লিখতে পারবে না।